সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭

ফতুল্লার মাদক সম্রাট আপেল ও তার সহযোগীদের ইয়াবাসহ গ্রেপ্তার৷-cbfnewstv

ফতুল্লার মাদক সম্রাট আপেল ও তার সহযোগীদের ইয়াবাসহ গ্রেপ্তার করেছে নারায়নগঞ্জ জেলা ডিবি পুলিশ

cbfnewstv
নারায়নগঞ্জের অন্যতম মাদক সম্রাট তমিজ উদ্দীন আপেল (৩৮) সহ তার ৪ সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ডিবি পুলিশ ১১০০শত পিস ইয়াবা ট্যাবলেটি ও উদ্ধার করেন।

সোমবার (২৭ নভেম্বর) সকালে শহরের জামতলা এলাকা থেকে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় পুলিশ বাদী হয়ে ধৃতদের নামে মাদক আইনে একটি মামলা দায়ের করেন। সোমবার দুপুরে আপেল সহ ধৃতদের ৭ দিনের রিমান্ড প্রার্থনা করে আদালতে প্রেরন করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা পুলিশ(ডিবি)র উপ-পরিদর্শক (এসআই) মোঃ সায়েম জানায়, সোমবার সকালে একটি গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের টীম অভিযান চালায় শহরের জামতলা এলাকায়। এসময় অভিযানকারী দল জেলার অন্যতম শীর্ষ মাদক সম্রাট তমিজ উদ্দীন খন্দকার আপেল, তার সহযোগী বাবু, ফয়সাল এবং মনির হোসেনকে আটক করেন। পরে তাদের কাছ থেকে ১ হাজার ১শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সুত্রে জানা গেছে, ধৃত আপেল উক্ত এলাকার খন্দকার মেজবাহ উদ্দীনের ছেলে, অপর ধৃতরা হলেন একই এলাকার জামসেদ হোসেনের ছেলে বাবু, আবুলের ছেলে ফয়সাল এবং আঃ আলীমের ছেলে মনির হোসেন। ডিবি পুলিশ আরো জানায়, গ্রেপ্তারকৃত তমিজ উদ্দীন আপেলের বিরুদ্ধে মাদক সহ বিভিন্ন অভিযোগে ফতুল্লা মডেল থানায় ১০ টি মামলা রয়েছে।

উল্লেখ্য যে, গত ১ অক্টোবর দুপুরে মাদক সম্রাট আপেলকে গ্রেপ্তার করতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস শাফিউল আলমের নেতৃত্বাধীন একটি টীম জামতলা এলাকায় আপেলের মাদক স্পর্টে অভিযান চালায়। এসময় এই চিহৃিত মাদক সম্রাট আপেলে তার বাড়ীর গেটে লাগানো সিসি ক্যামেরায় পুলিশের উপস্থিত দেখতে পেয়ে সহযোগীদের সাথে নিয়ে বাড়ীর ছাদ দিয়ে কৌশলে পালিয়ে যায়। পরে অভিযানকারী পুলিশের টীম আপেলের বাড়ীতে অভিযান চালিয়ে একটি সিসি ক্যামেরা, একটি মনিটর ও একটি কট্রোলার উদ্ধার করেন।

এদিকে ডিবি পুলিশের সুত্রে আরো জানা গেছে, পুলিশ বাদী হয়ে মাদক সম্রাট আপেল ও তার সহযোগীদের বিরুদ্ধে ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন এবং সোমবার দুপুরে আপেল ও তার সহযোগীদের জিঙ্গাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড প্রার্থনা করে আদালতে প্রেরন করেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নরসিংদী সদর হাসপাতালের নার্স হত্যার অভিযোগ,স্বামী আটক-শেখ রাসেল

শেখ রাসেল ,নরসিংদী  : নরসিংদী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স তাহমিনা সুলতানা শিমুকে (৩২) গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী রুহুল আম...