সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭

সকলেই সতর্কতা অবলম্বন করবেন আশা করছি৷ শেখ রাসেলঃ- cbfnewstv

সকলেই  সতর্কতা অবলম্বন করবেন আশা করছি৷

শেখ রাসেলঃ- cbfnewstv
ভন্ড, প্রতারক, চিটারবাটপার, লুচ্চা প্রেমিকরা সাংবাদিক আর প্রশাসনের ভয়ে নদী অঞ্চলে প্রেমিকাদের নিয়ে গিয়ে নতুন কৌশল করছে। অনেকে প্রেমিকারাই যৌন হয়রানির স্বীকার  হচ্ছে।

আর কিছু ক্ষেত্রে  প্রেমিক প্রেমিকারা  ভালোবাসার নামে অসামাজিক  কাছে  লিপ্ত হচ্ছে ।

সাংবাদিক এবং প্রশাসনের কাছে অনুরোধ করবো। আশা করছি খুবই দ্রুত  নদী অঞ্চলের ঘাটগুলোতে বিশেষ ভাবে নজর দেয়ার জন্য।

ছবি-ফেসবুক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নরসিংদী সদর হাসপাতালের নার্স হত্যার অভিযোগ,স্বামী আটক-শেখ রাসেল

শেখ রাসেল ,নরসিংদী  : নরসিংদী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স তাহমিনা সুলতানা শিমুকে (৩২) গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী রুহুল আম...