সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

স্বপ্ন ঘর প্রবাসী কমিটি'র সহ-সম্পাদক নির্বাচিত করায় রাসেল মিয়া'র কৃতজ্ঞতা প্রকাশ




স্বপ্ন ঘর এর প্রবাসী পূর্নাঙ্গ কমিটি দেয়া হয়েছে । গত শুক্রবার ১৮ সেপ্টেম্বরে এক বছরের জন্য কমিটি দেয়া হয়েছে ।

১) সভাপতিঃ- সজল হাসান।

২) সিঃ সহ-সভাপতিঃ- মানিক প্রধান।

৩) সহ- সভাপতিঃ- ফয়সাল আহমেদ।

৪) সাধারণ সম্পাদকঃ- আদনান আহমেদ।

৫) সহ-সাধারন সম্পাদকঃ- (১) রাসেল মিয়া।

৬) সহ-সাধারন সম্পাদকঃ- আরিফুল ইসলাম।

৭) সাংগঠনিক সম্পাদকঃ- ইশান শাহাদাত।

৮) সহ-সাংগঠনিক সম্পাদকঃ- (১) মোঃ শাওন।

৯) সহ-সাংগঠনিক সম্পাদকঃ- রিয়াদ মৃধা।

১০) প্রচার সম্পাদকঃ- (১) শাহ আলম।

১১) প্রচার সম্পাদকঃ- (২) মাহিন বিন ইউসুফ।

১২) কার্যকারী সদস্যঃ- সোহেল রানা।


"স্বপ্ন দেখি স্বপ্ন দেখাই,

যে স্বপ্ন বাঁচতে শেখায় ।"


আমি প্রবাস থেকে "স্বপ্ন ঘর" এর সাথে নিজের স্বপ্ন  কে একত্রিত করে মানবতার কল্যাণে এগিয়ে চলতে চাই ।

নামঃ-মোঃ রাসেল মিয়া।

গ্রামঃ- শীলমান্দী।

থানাঃ- নরসিংদী।

জেলাঃ- নরসিংদী ।

সংগঠন এর নামঃ- স্বপ্ন ঘর।

সাংগঠনিক পরিচয়ঃ- সহ-সাধারণ সম্পাদক "স্বপ্ন ঘর" প্রবাসী ।

কোন দেশের প্রবাসীঃ- দক্ষিণ আফ্রিকা।

রক্তের গ্রুপঃ- O নেগেটিভ।

ইমু /মোবাইল নাম্বারঃ।


☞স্বপ্ন ঘর নিয়ে নিজের সংক্ষিপ্ত মতামতঃ-

প্রাণের সংগঠন এর সাথে সব সময়ের জন্য যেন থাকতে পারি এবং নিজের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারি সে জন্য সকলের কাছে দোয়া চাই।উদ্দেশ্য আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করা ।


প্রতিজ্ঞাঃ-

"স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই, যে স্বপ্ন বাঁচতে শেখায়"

এ স্লোগানকে সামনে রেখে, আমি সশ্রদ্ধ চিত্তে শপথ  করিতেছি  যে, আমরা যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা স্বপ্ন ঘর সংগঠনের যথাযথ নিয়মনীতি,আইনকানুন, আনুগত্য, শৃঙ্খলা ও বিশ্বস্ততার সহিত পালন করিব। আমরা দেশের সকল  আইনের প্রতি শ্রদ্ধাশীল ও রাষ্ট্রিয় প্রশাসনের  প্রতি বিনয়ের সহিত অনুগত থাকিবো।নিজেকে সর্বদা  সামাজিক ও মানবিক সকল কাজ-কর্মে প্রশ্নমুক্ত রাখিবো । স্ব স্ব ধর্মীয় রীতিনীতি ও বিধিবিধান মানিয়া চলিবো। অনুকম্পা বা ক্ষোভের বশবর্তী হইয়া, অথবা ব্যক্তিগত স্বার্থের দ্বারা আমার কর্তব্য পালনকে প্রভাবিত হইতে দিব না ।সংগঠনের পরিচালনা কমিটির নিকটে আমি সংগঠন সম্পৃক্ত  সকল কার্যক্রম বিষয়ে দায়বদ্ধ থাকিবো ।


আলহামদুলিল্লাহ, স্বপ্ন ঘর এর প্রবাসী পূর্নাঙ্গ কমিটিতে আমার মত ক্ষুদ্র মানুষটাকে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সবাই আমাদের এ কমিটির জন্য মন থেকে দোয়া ও সমর্থন করবেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নরসিংদী সদর হাসপাতালের নার্স হত্যার অভিযোগ,স্বামী আটক-শেখ রাসেল

শেখ রাসেল ,নরসিংদী  : নরসিংদী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স তাহমিনা সুলতানা শিমুকে (৩২) গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী রুহুল আম...