স্টাফ রিপোর্টার: নরসিংদীর শিবপুর উপজেলায় কারারচর খাসমহল এলাকায় হিরন মিয়া নামে এক প্রতিবন্ধীর গাছপালা কেটে দিয়েছে দুর্বৃত্তরা। পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোরে এই ঘটনাটি ঘটে।
ভুক্তভোগীরা জানান, নরসিংদীর পলাশের ধনাইচর গ্রামের প্রতিবন্ধী হিরন মিয়ার সাথে একই এলাকার ইদ্রিস আলীর পুত্র সোহেল ও শোহরাব, মিলনের পুত্র সুমন ও নজরুল ইসলামের পুত্র সোহাগের সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিলো। এ ঘটনার জের হিসেবে এলাকার সন্ত্রাসীরা প্রতিবন্ধীর গাছপালা কেটে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে।
এ ঘটনা নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। দুবৃত্তরা প্রতিবন্ধীকে মেরে ফেলার জন্য প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিচ্ছে। প্রতিবন্ধী বর্তমানে সন্ত্রাসীদের ভয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগিতেছে।
দুবৃত্তদের বিরুদ্ধে থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানায় প্রতিবন্ধী। এ বিষয়ে উদ্ধতন কর্তৃপক্ষের নজর দেয়া প্রয়োজন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন