মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭

নরসিংদী শিবপুরে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার৷শেখ রাসেল-cbfnewstv

নরসিংদী শিবপুরে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার৷শেখ রাসেল-cbfnewstv

নরসিংদীর শিবপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার করেছে নরসিংদী ডিবি পুলিশ।

সোমবার রাতে ডিবির এস আই রুপন কুমার সরকারের নেতৃত্বে সঙ্গীয় অফিসার,ফোর্স ও গ্রামবাসীদের সহায়তায় শিবপুর থানাধীন যোশর উত্তরপাড়া সাকিনে প্রাইমারী স্কুলের মাঠ থেকে তাদের হাতে-নাতে গ্রেফতার করা হয়।

ডিবির এস আই রুপন কুমার সরকার জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে শিবপুর যোশর ইউনিয়নে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও একটি খেলনা রিভলভারসহ লিমন সরকার(১৯), মাইনুল ইসলাম, ইফতেখার গ্রেফতার করি। এদের প্রত্যেকের বাড়ি নরসিংদী সদর উপজেলার ব্রাহ্মন্দীতে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের সাথে স্থানীয় ডাকাতসহ নরসিংদী সদরের আরো দুইজন ছিল বলে জানা যায়। এদের সাথে জড়িত অন্যান্যদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নরসিংদী সদর হাসপাতালের নার্স হত্যার অভিযোগ,স্বামী আটক-শেখ রাসেল

শেখ রাসেল ,নরসিংদী  : নরসিংদী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স তাহমিনা সুলতানা শিমুকে (৩২) গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী রুহুল আম...