বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭

নরসিংদী পলাশে স্ত্রীকে পিটিয়ে হত্যা,স্বামী পলাতক৷ শেখ রাসেল,নরসিংদীঃ

নরসিংদী পলাশে স্ত্রীকে পিটিয়ে হত্যা,স্বামী পলাতক৷

শেখ রাসেল,নরসিংদীঃ-cbfnews.tv
নরসিংদীর পলাশে জুয়া খেলার প্রতিবাদ করায় পারভীন আক্তার (৩০) নামে এক গৃহবধূকে তার স্বামী পিটিয়ে হত্যা করেছেন। ঘটনার পর থেকে নিহতের স্বামী ফারুক মিয়া পলাতক রয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার দড়িহাওলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার দুপুরে পুলিশ নিহতের বসতঘর থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
স্থানীয়রা জানায়, দড়িহাওলাপাড়া গ্রামের ফালু মিয়ার ছেলে সিএনজিচালক ফারুক মিয়ার সঙ্গে ঘোড়াশাল আটিয়াগাঁও গ্রামের আব্দুল রাজ্জাক মিয়ার মেয়ের পারভীন আক্তারের বিয়ে হয়।
বিয়ের কিছুদিন পর থেকে ফারুক মিয়া জুয়া খেলায় আসক্ত হয়ে পড়ে। এ নিয়ে তাদের সংসারে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। জুয়া খেলার প্রতিবাদ করায় ফারুক তার স্ত্রীকে প্রায় সময়ই মারধর করত।
মঙ্গলবার রাতে আবারও এলোপাতাড়ি মারধর করলে পারভীন অচেতন হয়ে পড়ে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে জানান।
প্রতিবেশী নুরুল ইসলাম বলেন, মঙ্গলবার রাত ১১টার দিকে ফারুকের বউয়ের চিৎকার শুনে তাদের ঘরে যাই। পরে মারধর না করতে ফারুককে অনুরোধ করি।
এর ১ ঘণ্টা পর আবারও চিৎকার শুনে গিয়ে দেখি তার বউয়ের নিথর দেহ মাটিতে পড়ে আছে।
নিহত পারভীনের মা জানান, রাত ২টার সময় মেয়ের স্বামীর বাড়ি থেকে ফোন করে জানায় পারভীন অজ্ঞান হয়ে গেছে। পরে তার স্বামীর বাড়ি গিয়ে মেয়ের লাশ বারান্দায় পড়ে থাকতে দেখেন তিনি।
তিনি বলেন, ফারুক জুয়া খেলে অনেক টাকা নষ্ট করেছে। পারভীনকে দিয়ে বিভিন্ন সমিতি থেকে টাকা তুলে তা-ও জুয়া খেলে শেষ করে।
এসব নিয়ে প্রায় সময় ফারুক পারভীনকে মারধর করত। এ নিয়ে অনেকবার সামাজিক দেনদরবারও করা হয়। কিন্তু কে জানত জুয়ার প্রতিবাদ করায় আমার মেয়েকে লাশ হতে হবে?
এদিকে ফারুকের পরিবারের পক্ষ থেকে পারভীনের রেখে যাওয়া তিন সন্তানদের জমি লিখে দেয়ার প্রলোভন দেখিয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা না করার জোর চেষ্টা চালানো হচ্ছে বলে জানা যায়।
পলাশ থানার ওসি (তদন্ত) বিপ্লবকুমার দত্ত জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদীর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের শরীরে চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামীর এলোপাতাড়ি মারধরে তার মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে ফারুক পলাতক রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নরসিংদী সদর হাসপাতালের নার্স হত্যার অভিযোগ,স্বামী আটক-শেখ রাসেল

শেখ রাসেল ,নরসিংদী  : নরসিংদী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স তাহমিনা সুলতানা শিমুকে (৩২) গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী রুহুল আম...