বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭

নরসিংদী মাধবদীতে এক যুবকের লাশ উদ্ধার৷ শেখ রাসেল, নরসিংদীঃ

নরসিংদী মাধবদীতে এক যুবকের লাশ উদ্ধার৷

শেখ রাসেল, নরসিংদীঃ- cbfnewstv
নরসিংদীর মাধবদীতে অালাউদ্দীন নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ মাধবদীর বিরামপুর মাষ্টার সুপার হোমসের সামনের রাস্তায় লাশটি পড়ে থাকতে দেখা যায়। নিহত আলাউদ্দিন নারায়নগঞ্জ সাতগ্রাম ইউনিয়নের নোয়াগাও এলাকার বাসিন্দা ছিলো।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ছাদ থেকে পড়েই এই ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী জানায়, সকালে আমরা এসে দেখি রাস্তায় একটি রক্তাক্ত লাশ পড়ে রয়েছে। চুরি করতে গিয়েই হয়তো ছাদ থেকে পড়ে গিয়ে মারা গিয়েছে। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নরসিংদী সদর হাসপাতালের নার্স হত্যার অভিযোগ,স্বামী আটক-শেখ রাসেল

শেখ রাসেল ,নরসিংদী  : নরসিংদী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স তাহমিনা সুলতানা শিমুকে (৩২) গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী রুহুল আম...