শুক্রবার, ২৪ নভেম্বর, ২০১৭

নরসিংদীতে ভুয়া নারী পুলিশকে আটক করেছে ডিবি পুলিশ।শেখ রাসেল নরসিংদীঃ

নরসিংদীতে ভুয়া নারী পুলিশকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।

শেখ রাসেল নরসিংদীঃ-cbfnewstv

নরসিংদীর বেলাব থেকে বিলকিস আক্তার রিয়া (৩০) নামে এক ভুয়া নারী পুলিশকে আটক করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় বেলাব হোসেন নগর মধ্যপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ সময় রিয়ার কাছ থেকে পুলিশের পোশাক ও ভুয়া কার্ড জব্দ করা হয়। তিনি হোসেন নগর মধ্যপাড়ার নান্নু মিয়ার মেয়ে।
পুলিশ জানায়, রিয়া তার এলাকায় পুলিশ হিসেবে মানুষের কাছে পরিচিত। এই পরিচয় ব্যবহার করে মানুষকে চাকরি দেওয়ার প্রতারণা করে আসছিলেন।
এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জ থানার এক লোকের সঙ্গে প্রতারণার চেষ্টাকালে কৌশলে রিয়াকে আটক করি পুলিশ।
প্রথমে রিয়া দাবি করেন, তিনি কেরানীগঞ্জ থানায় কর্মরত এবং বর্তমানে ছুটিতে রয়েছেন। আইডি কার্ড ও ছুটির সিসি দেখাতে বলতে ভুয়া বিষয়টি ধরা পড়ে।
ডিবির এসআই রূপন সরকার জানান, প্রতারণাকালে আজ হাতে-নাতে রিয়াকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নরসিংদী সদর হাসপাতালের নার্স হত্যার অভিযোগ,স্বামী আটক-শেখ রাসেল

শেখ রাসেল ,নরসিংদী  : নরসিংদী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স তাহমিনা সুলতানা শিমুকে (৩২) গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী রুহুল আম...