নরসিংদীতে ৮০ লিটার চোলাই মদসহ এক ব্যক্তি গ্রেফতার
শেখ রাসেল নরসিংদীঃ নরসিংদীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ভেলানগর বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে ৮০ লিটার চোলাই মদসহ জাহাঙ্গীর (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। অভিযানে নেতৃত্ব দিয়েছেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজার নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও নরসিংদী মডেল থানার যৌথ টিম বুধবার ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় ঢাকামুখী যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে জাহাঙ্গীর (৪০) নামে এক মদ ব্যবসায়িকে আটক করে। এ সময় তার নিকট থেকে ৮০ লাটির চোলাই মদ উদ্ধার করে। এ সময় তার সাথে থাকা আরেকজন মদ বিক্রেতা টিমকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত জাহাঙ্গীর জানিয়েছে তারা পরস্পর যোগসাজসে রাজধানী ঢাকায় চোলাইমদ সরবরাহ করে থাকে। তারা নিজেরা আন্ত:জেলা মদ ও মাদক পাচারকারী। গ্রেফতারকৃত জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনের ১৯৯০ ২২ (গ) ও ২৫ ধারায় নরসিংদী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন