বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

নরসিংদী সদর হাসপাতালের নার্স হত্যার অভিযোগ,স্বামী আটক-শেখ রাসেল



শেখ রাসেল ,নরসিংদী : নরসিংদী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স তাহমিনা সুলতানা শিমুকে (৩২) গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী রুহুল আমিনের বিরুদ্ধে। বুধবার রাতে চিনিশপুর খাঁন বাড়ি এলাকার এক ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত তাহমিনা বেলাব উপজেলার বাজনাব ইউনিয়নের হাড়িসাংগান গ্রামের মুক্তিযোদ্ধা মো. সুলতান উদ্দিনের মেয়ে। এ ঘটনায় নিহতের বড় ভাই মো. আলাউদ্দিন মিঠু বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের পরিবারের লোকজন জানান, ২০১৩ সালে তাহমিনা সরকারি হাসপাতালে নার্সের চাকরি নেন। তারপর ২০১৪ পার্শ্ববর্তী পাটুলী ইউনিয়নের বাবলা গ্রামের সিরাজুল হকের ছেলে রুহুল আমিন মুরাদের সঙ্গে তাহমিনার বিয়ে হয়। বিয়ের পর থেকে টাকার জন্য স্বামী, শ্বশুর, শ্বাশুড়িসহ পারিবারের লোকজন শারীরিক ও মানসিক নির্যাতন করে। এ ঘটনায় একবার স্বামীর সঙ্গে ঝগড়া করে এক বছর আলাদা থাকেন তাহমিনা। পরবর্তীতে পরিবারের সদস্যদের সমঝোতায় সংসার শুরু করলেও টাকার জন্য চাপ কমেনি। এরই মধ্যে সম্প্রতি শ্বশুরকে একটি মোটর সাইকেল কিনে দেন, শ্বাশুড়িকে চিকিৎসা করান। তারপরও বুধবার রাতে তাকে গলাটিপে হত্যা করেন স্বামী রুহুল আমিন। খবর পেয়ে নিহত তাহমিনার আপন খালা পারুল আফ্রাদ অচেতন অবস্থায় বাড়ি থেকে উদ্ধার নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বড় ভাই আলাউদ্দিন মিঠু সাংবাদিকদের বলেন, সে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিল। গত ২১ সেপ্টেম্বর নরসিংদী সদর হাসপাতালে যোগদান করে গত ২ অক্টোবর নরসিংদীর বাসায় ওঠে। তার শ্বশুর-শাশুড়ি সব সময় টাকার জন্য নির্যাতন করত। এবার তাকে মেরেই ফেলল।নিহতের বড় বোন সাদিকুন নাহার রিপা বলেন, গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে মোবাইলে আমার সঙ্গে শিমুর কথা হয়। সে জানায়, সন্ধ্যায় শ্বশুর তার স্বামীকে ফোন করে টাকার জন্য চাপ দেয়। আর রাতেই তাকে হত্যা করা হলো। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত চৌধুরী সুরমা টিভিকে বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহালে হত্যার আলামত হিসেবে গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। আর নিহতের স্বামীকে আটক করা হয়েছে।

শীলমান্দী জিয়া পরিষদ'র প্রতিষ্ঠাতা সভাপতি রাসেল মিয়া'র জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন জিয়া পরিষদের সাধারণ সম্পাদক এস.এম.শরীফ

 

১০ ই অক্টোবর

শীলমান্দী জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মো:রাসেল মিয়া'র শুভ জন্মদিন , শুভেচ্ছা জানিয়েছেন শীলমান্দী জিয়া পরিষদের সংগ্রামী ও সফল সাধারণ সম্পাদক এস.এম.শরীফ  ,তিনি বলেন 

সংঘঠন কে আরো শক্তি শালি করার জন্য যার কথা না বলেই নয়। 

তিনি হলেন দক্ষিণ আফ্রিকা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক মো:রাসেল মিয়া 

 আমি সহযোদ্ধা বন্ধুর দীর্ঘ আয়ূ কামনা করি।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০

বিএনপির নেতা আঃ আজিজ মৃধা'র জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন মোঃ রাসেল মিয়া




২৫ সেপ্টেম্বর

দক্ষিণ আফ্রিকা  নেতৃত্বাধীন বিএনপির নেতা 

নরসিংদী সদর শিলমান্দী ইউনিয়ন যুবদলের সফল সাংগঠনিক সম্পাদক আঃ আজিজ মৃধা'র জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন শিলমান্দী জিয়া পরিষদের সভাপতি  দক্ষিণ আফ্রিকা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল মিয়া

সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

স্বপ্ন ঘর প্রবাসী কমিটি'র সহ-সম্পাদক নির্বাচিত করায় রাসেল মিয়া'র কৃতজ্ঞতা প্রকাশ




স্বপ্ন ঘর এর প্রবাসী পূর্নাঙ্গ কমিটি দেয়া হয়েছে । গত শুক্রবার ১৮ সেপ্টেম্বরে এক বছরের জন্য কমিটি দেয়া হয়েছে ।

১) সভাপতিঃ- সজল হাসান।

২) সিঃ সহ-সভাপতিঃ- মানিক প্রধান।

৩) সহ- সভাপতিঃ- ফয়সাল আহমেদ।

৪) সাধারণ সম্পাদকঃ- আদনান আহমেদ।

৫) সহ-সাধারন সম্পাদকঃ- (১) রাসেল মিয়া।

৬) সহ-সাধারন সম্পাদকঃ- আরিফুল ইসলাম।

৭) সাংগঠনিক সম্পাদকঃ- ইশান শাহাদাত।

৮) সহ-সাংগঠনিক সম্পাদকঃ- (১) মোঃ শাওন।

৯) সহ-সাংগঠনিক সম্পাদকঃ- রিয়াদ মৃধা।

১০) প্রচার সম্পাদকঃ- (১) শাহ আলম।

১১) প্রচার সম্পাদকঃ- (২) মাহিন বিন ইউসুফ।

১২) কার্যকারী সদস্যঃ- সোহেল রানা।


"স্বপ্ন দেখি স্বপ্ন দেখাই,

যে স্বপ্ন বাঁচতে শেখায় ।"


আমি প্রবাস থেকে "স্বপ্ন ঘর" এর সাথে নিজের স্বপ্ন  কে একত্রিত করে মানবতার কল্যাণে এগিয়ে চলতে চাই ।

নামঃ-মোঃ রাসেল মিয়া।

গ্রামঃ- শীলমান্দী।

থানাঃ- নরসিংদী।

জেলাঃ- নরসিংদী ।

সংগঠন এর নামঃ- স্বপ্ন ঘর।

সাংগঠনিক পরিচয়ঃ- সহ-সাধারণ সম্পাদক "স্বপ্ন ঘর" প্রবাসী ।

কোন দেশের প্রবাসীঃ- দক্ষিণ আফ্রিকা।

রক্তের গ্রুপঃ- O নেগেটিভ।

ইমু /মোবাইল নাম্বারঃ।


☞স্বপ্ন ঘর নিয়ে নিজের সংক্ষিপ্ত মতামতঃ-

প্রাণের সংগঠন এর সাথে সব সময়ের জন্য যেন থাকতে পারি এবং নিজের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারি সে জন্য সকলের কাছে দোয়া চাই।উদ্দেশ্য আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করা ।


প্রতিজ্ঞাঃ-

"স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই, যে স্বপ্ন বাঁচতে শেখায়"

এ স্লোগানকে সামনে রেখে, আমি সশ্রদ্ধ চিত্তে শপথ  করিতেছি  যে, আমরা যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা স্বপ্ন ঘর সংগঠনের যথাযথ নিয়মনীতি,আইনকানুন, আনুগত্য, শৃঙ্খলা ও বিশ্বস্ততার সহিত পালন করিব। আমরা দেশের সকল  আইনের প্রতি শ্রদ্ধাশীল ও রাষ্ট্রিয় প্রশাসনের  প্রতি বিনয়ের সহিত অনুগত থাকিবো।নিজেকে সর্বদা  সামাজিক ও মানবিক সকল কাজ-কর্মে প্রশ্নমুক্ত রাখিবো । স্ব স্ব ধর্মীয় রীতিনীতি ও বিধিবিধান মানিয়া চলিবো। অনুকম্পা বা ক্ষোভের বশবর্তী হইয়া, অথবা ব্যক্তিগত স্বার্থের দ্বারা আমার কর্তব্য পালনকে প্রভাবিত হইতে দিব না ।সংগঠনের পরিচালনা কমিটির নিকটে আমি সংগঠন সম্পৃক্ত  সকল কার্যক্রম বিষয়ে দায়বদ্ধ থাকিবো ।


আলহামদুলিল্লাহ, স্বপ্ন ঘর এর প্রবাসী পূর্নাঙ্গ কমিটিতে আমার মত ক্ষুদ্র মানুষটাকে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সবাই আমাদের এ কমিটির জন্য মন থেকে দোয়া ও সমর্থন করবেন ।

বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০

দক্ষিন আফ্রিকায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - শেখ রাসেল

 


শেখ রাসেলঃ

দক্ষিন আফ্রিকা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যেগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

আজ মঙ্গলবার জোহানেসবার্গে একটি রেস্টুরেন্টেের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইমরান আলি বাবুল।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস এইচ মোহাম্মদ (মোশাররফ)।প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকা বিএনপি প্রধান উপদেষ্টা মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকা বিএনপির সদস্য সচিব কাজল মিয়া, মোশারফ হোসেন, নজরুল ইসলাম সবুজ, আব্দুর রহিম, মামুন আহমেদ, হাসানুজ্জামান অপু, ওমর ফারুক, দক্ষিণ আফ্রিকার শ্রমিক দলের সভাপতি ওমর ফারুক, স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল, যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন সহ আরো অনেকে।

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবু ইউসুফ।

এছাড়া আরো বক্তব্য রাখেন,মোঃ কফিল উদ্দিন,মোঃ আরিফ, এতেশাম উল হক, ফজলুল হক চৌধুরী।

সভায় বক্তরা ক্ষমতাসীন আওয়ামী সরকারের বিভিন্ন অপর্কমের সমালোচনা করেন।

রবিবার, ৩০ আগস্ট, ২০২০

বিএনপির ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দক্ষিণ আফ্রিকা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদকের শুভেচ্ছা ও অভিনন্দন



প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার - পতন করবো স্বৈরাচার।

মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী পরিবারের সকল সদস্য ও কর্মী সমর্থক এবং দেশবাসীকে জানাই রক্তিম শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন,নরসিংদীর কৃতি সন্তান দক্ষিণ আফ্রিকা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল মিয়া 

বিএনপির ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শীলমান্দী জিয়া পরিষদের সভাপতি মোঃ রাসেল মিয়া‘র শুভেচ্ছা ও অভিনন্দন



প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার - পতন করবো স্বৈরাচার।

মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী পরিবারের সকল সদস্য ও কর্মী সমর্থক এবং দেশবাসীকে জানাই রক্তিম শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন,নরসিংদীর, শীলমান্দী  ইউনিয়ন জিয়া পরিষদের সভাপতি মোঃ রাসেল মিয়া।

নরসিংদী সদর হাসপাতালের নার্স হত্যার অভিযোগ,স্বামী আটক-শেখ রাসেল

শেখ রাসেল ,নরসিংদী  : নরসিংদী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স তাহমিনা সুলতানা শিমুকে (৩২) গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী রুহুল আম...